নানামুখী আর্দশের চাপে আওয়ামী লীগ:ফিরোজ রশিদ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, রাজনীতির মাঠ আবার জমে উঠেছে। বিএনপি বিদেশী খেলোয়াড় ভাড়া করায় ব্যস্ত। অন্যদিকে, আওয়ামী লীগ নানা আর্দশের নেতাদের নিয়ে আবার দল গোছাচ্ছেন। কিন্তু আওয়ামী লীগের নৌকায় এখন এত বেশি ভিন্ন ভিন্ন আর্দশের হাইব্রিড নেতার সমাবেশ, তাতে নৌকা তীরে ভেড়াতে পারবে কিনা সন্দেহ রয়েছে।

৮ জুলাই শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের প্রধান শরীক।

ইহুদি সাম্রাজ্যবাদী ও এ দেশিয় ষড়যন্ত্রকারীদের কারণে এরশাদ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারেননি বলে মন্তব্য করেন কাজী ফিরোজ রশিদ। তিনি বলেন, এরশাদ বিরোধী এমন আন্দোলন হয়নি যে, তাকে ক্ষমতা ছাড়তে হবে। কিন্তু ইসলামকে রাষ্ট্রধর্ম করার কারণে ইহুদিরা মনক্ষুণ্ণ হয়েছিল। তাদের টাকায় তখণ অনেকেই আন্দোলন করেছে। আর সেই ষড়যন্ত্রের কারণে এরশাদকে ক্ষমতা ছাড়তে হয়েছিল।

ঢাকা থেকে নির্বাচিত জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, দুই দলের মধ্যে আস্থাহীনতা এমন পর্যায়ে পৌঁছেছে, তারা এখন সবাই সবার মৃত্যু কামনা করছে। একদল বাঘের পিঠে সওয়ার হয়েছে। এখন নামতেই ভয় পাচ্ছে। আরেক দল বাঘের পেছন ছুটছে।

ফিরোজ রশিদ বলেন, এই দুই দল দেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে গেছে। খবরের কাগজ খুললেই খুন আর গুম। এরশাদের সময় দেশে কোনো গুম ছিল না। যারা কথায় কথায় চেতনা চেতনা আর মুক্তিযুদ্ধের কথা বলেন তারা এ নিয়ে কিছু বলছেন না। শাহবাগে এখন আর কেউ মোমবাতি জ্বালাচ্ছে না। পুলিশ-র‌্যাব না থাকলে, তাদের মোমবাতি জনগণ নিভিয়ে দেবে।

ইসলামিক ফ্রন্টের বর্ধিত সভায় সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি ও অন্যতম প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। এসময় জাপার কেন্দ্রীয় নেতা,বিশিষ্ট সাংবাদিক সুজন দেও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব আল্লামা এম এ মতিন, প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ এম এ মতিন, পীরে তরিকত নঈম উদ্দিন আল কাদরী, যুগ্ম মহাসচিব স উ ম আব্দুসসামাদ, ইসলামী যুবসেনার সভাপতি অধ্যাপক এম এ মোমেন, ইসলামিক ফ্রন্টের সাংগঠনিক সচিব আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল কাদরীসহ আরো অনেকে।

আজকের বাজার: এলকে/এলকে ৮ জুলাই ২০১৭