সারাদেশের ২৮টি প্রেক্ষাগৃহে সম্প্রতি মুক্তি পেয়েছে নির্মাতা বদরুল আনাম সৌদের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’।
সরকারি অনুদানে তৈরি হয়েছে ছবিটি। গ্রামীণ জীবনকে ধারণ করে এগিয়েছে ছবির কাহিনী। মুক্তির প্রথম দিন থেকেই সব শ্রেণির দর্শকদের প্রশংসা পাচ্ছে ছবিটি।
ছবিটি দেখে অনেকেই ফেসবুকে তাদের ভালো লাগা মন্দ লাগার কথা জানিয়েছে। বিশেষ করে ছবিটির নতুন তিন মুখের প্রশংসা করছেন সবাই। ‘গহীন বালুচর’-এর নতুন তিন মুখ নীলাঞ্জনা নীলা, তানভীর ও মুন।
সিনেমাটি দেখে এসে সিনেমাপ্রেমী মনোয়ার হোসেন অনিক তার মতামত লিখেছেন ফেসবুকে। তিনি বলেন, ‘বছর শেষ হলো ভালো একটা ছবির মাধ্যমে, নবাগত তানবির, মুন, ও নিলা তাদের নিজেদের উজাড় করে দিয়েছেন। মূলত চরকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করা হলেও এখানে তাদের প্রেমের ট্র্যাজেডি ফুটে উঠছে। সেই সঙ্গে ছবির গানগুলো ছিল অসাধারণ। অনেক দিন পর এতো শ্রুতিমধুর গান শুনতে পেলাম।
অভিনেতা তারিক আনাম বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে নতুন এক জোয়ার বইছে। সেই নুতন জোয়ারে নতুন তিনটি মুখ আমাদের আশার আলো দেখাচ্ছে।’
তৌকীর আহমেদ বলেন, ‘নতুন তিনজনই খুব ভালো অভিনয় করেছে।’ বিপাশা হায়াত বলেন, ‘নতুনরা খুবই ভালো করেছে। তবে তাদের মনে রাখতে হবে, সামনের সময়টা চ্যালেঞ্জের। আরো অধ্যবসায়ী হয়ে এগিয়ে যেতে হবে।’
রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘ছোট ছোট তিনটি ছেলে মেয়ে কী যে অসাধারণ অভিনয় করেছে, সত্যিই মুগ্ধ হয়ে গেলাম।’
চয়নিকা চৌধুরী বলেন, ‘নীলা, তানভীর, মুন নতুন হলেও পাকা অভিনয়শিল্পীর মতোই অভিনয় করেছে। আমার মনে হয় তাদের স্থানে অন্য সুপারস্টার এলেও এরচেয়ে ভালো অভিনয় করতে পারতেন না।’
সিনেমারি নির্মাতা বদরুল আনাম সৌদ বলেন, ‘ভালো সাড়া পাচ্ছি। আজ এই নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রামের আলমাস সিনেমা হলে থাকছে ‘গহীন বালুচর’ টিম। চট্টগ্রামের আলমাস সিনেমা হলে ‘গহীন বালুচর’ টিম উপস্থিত থাকবে দুপুর ৩টা ও সন্ধ্যা ৬টার শোতে।’
উল্লেখ্য, ‘গহীন বালুচর’-এর প্রযোজনা করছে সাতকাহন ও ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল। ছবিটিতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তফা, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন, রুনা খান প্রমুখ।
আজকের বাজার: সালি / ০১ জানুয়ারি ২০১৮