রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে।
বুধবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
গত ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে চেয়ারম্যানের পদটি শুন্য হয়।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
তারা হলেন, প্রনতি রঞ্জন চাকমা, প্রগতি চাকমা ও কল্পনা চাকমা। এর মধ্যে প্রনতি রঞ্জন চাকমা স্বতন্ত্র প্রার্থী, ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রগতি চাকমা এবং এমএন লারমা জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবিসহ অতিরিক্ত আনসার মোতায়েন করেছে।
আজকের বাজার/একেএ