রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ রোববার সকাল ১০টায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইসলামপুর দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে ও রাঙ্গামাটি ব্লাড ফোর্সের সার্বিক সহযোগিতায় বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ নুরুজ্জামান হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডে’র ইউপি সদস্য নুরুল ইসলাম, প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব এলাহী, সাংগঠনিক সম্পাদক মেহেদী ইমাম প্রমুখ।
এ সময় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান