নান্দাইলে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার একজন আসামি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইমন (১৯)। নিহত ইমন অটোরিকশা চালক রানা (১৫) হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড়াইল এলাকার অটোরিকশা চালক রানাকে (১৫) গত ১৭ মে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন মামলা করা হয়। পরে সেই মামলার প্রধান আসামি মো. ইমনকে গ্রেফতার করে পুলিশ।

ইমনকে নিয়ে অন্য আসামিদের গ্রেফতার করার জন্য শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পলাতক আসামি প্রান্ত (২২) ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছোড়ে এবং ইমনকে ছিনিয়ে নিতে চেষ্টা চালায়।

পুলিশও পাল্টা গুলি ছুড়ে। দুই পক্ষের গোলাগুলিতে এক পর্যায়ে ইমন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের বাজার/একেএ