মশুমের প্রথম ট্রফি জয় বলে কথা। তাও আবার জায়ান্ট জুভেন্তাসের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই মাঠে প্রবেশের অনুমতি না থাকলেও কোপা ইতালিয়া জয়ের আনন্দ রাস্তায় নেমে পুরোদমে সেলিব্রেট করেছেন নাপোলি সমর্থকেরা। সোশ্যাল ডিসট্যান্সিং’য়ের বালাই ভুলে হাজার-হাজার নাপোলি সমর্থক রাত জেগে দলের জয় উপভোগ করেছেন।
করোনা উদ্বেগের মধ্যে তাদের এই বেপরোয়া সেলিব্রেশন মোটেই মেনে নিতে পারছেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যা। হু’র তরফ থেকে নাপোলি সমর্থকদের এই সেলিব্রেশনকে ‘বেলাগাম’ আখ্যা দিয়ে তিরস্কার করা হয়েছে।
হু’র সহকারী ডিরেক্টর জেনারেল রেনিয়ারি গুরেরা সব দেখেশুনে বলছেন, ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে আটলান্টার জয়ের পর সমর্থকদের এমনই বেপরোয়া উচ্ছ্বাস ইতালির উত্তর অংশে বারগামো শহরে করোনার বাড়বাড়ন্তের অন্যতম কারণ ছিল।