নাফ নদীতে আরও ২ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদী থেকে আরও ২ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকা থেকে এসব লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধার করা লাশের মধ্যে এক শিশু ও এক পুরুষ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, আজ সকালে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। লাশ দু্‌ইটি রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, গত মঙ্গল ও বুধবারে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটনা। দুইদিনে এ নৌকাডুবির ঘটনায় মোট ১৩ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে।

এদিকে, গত ২৯ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরে মোট ২২টি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনায় আজ পর্যন্ত ১০৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে শিশু ৫৫ জন, নারী ২৯ জন ও পুরুষ ২৩ জন।

আজকের বাজার : এলকে/এলকে ১৪ সেপ্টেম্বর ২০১৭