নাফ নদীতে বিজিবি-বিজিপির যৌথ টহল

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) যৌথ টহল শুরু হয়েছে।

বুধবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে নাফনদের টেকনাফ সদর থেকে এ টহল শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে।

২-বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী এ তথ্য জানান।

যৌথ টহলে বিজিবির পক্ষে সুবেদার মো. ইব্রাহিম হোসেন এবং বিজিপির পক্ষে নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের ইনচার্জ থেইন লিন মং নেতৃত্ব দেন।

টেকনাফ সদর বিওপির কমান্ডার সুবেদার মো. ইব্রাহিম হোসেন জানান, সৌহার্দ্যপূর্ণ সহ-অবস্থানের প্রত্যয়ে নাফনদে যৌথ টহল সম্পন্ন হয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশরোধ ও মাছধরা জেলেদের বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়ে প্রয়োজনে পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে সচেষ্ট থাকবে।

এমআর/