কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছে। বিজিবির ভাষ্য বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে যায়। লাশগুলো ডুবে যাওয়া ওউ নৌকার যাত্রীদের হতে পারে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, বুধবার ৩০ আগস্ট সকাল আটটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকত এলাকা থেকে চারটি লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। এর মধ্যে দুইজন নারী ও দুইটি শিশু।
এছাড়া একই সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত রোহিঙ্গা শিশু, নারী, পুরুষসহ ৭৫ জনকে আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত এক হাজার ৮১ জনকে উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত থেকে আটক করে ফেরত পাঠানো হয়েছে।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের ৩০টি পুলিশ পোস্টে ‘রোহিঙ্গা বিদ্রোহীদের’ হামলার ঘটনা ঘটে। এতে বাহিনীর সদস্যসহ অন্তত ৭১ জন নিহত হয়।
এ ঘটনার পর উত্তেজনা আর শঙ্কার মধ্যে কক্সবাজার ও বান্দরবান সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টায় রয়েছে।
আজকের বাজার: আরআর/ ৩০ আগস্ট ২০১৭