নাফ নদী থেকে আরও ১৮ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদী থেকে আরও ১৮ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী ও সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশের মধ্যে ১১ জন পুরুষ, তিন জন নারী এবং দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন খান। তিনি জানান, নাফ নদীতে বেশ কয়েকটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে এবং পরে পুলিশকে খবর দেয়।

৩১ আগস্ট বৃহস্পতিবার শাহপরীর দ্বীপে সাগর উপকূল থেকে ১৯ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়। আগের দিন বুধবার নাফ নদী থেকে উদ্ধার করা হয়েছিল চার রোহিঙ্গার মৃতদেহ। বুধবার রাতে মিয়ানমার থেকে রোহিঙ্গা বোঝাই নৌকা এপারে আসার সময় নাফ নদীতে ডুবে যায় বলে ধারণা করছে পুলিশ। বুধবার ও বৃহস্পতিবার রাতে নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকার মাঝেরপাড়া পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমার দিক থেকে আসা রোহিঙ্গা বোঝাই ৩ টি নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন।

এর আগে, ২৪ অগাস্ট বৃহস্পতিবার মিয়ানমারের রাখাইন প্রদেশে একযোগে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা। এতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে সেখানে। এরপরই সীমান্তে নতুন করে শুরু হয় রোহিঙ্গা অনুপ্রবেশ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) জানিয়েছে, গত এক সপ্তাহে অন্তত ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

আজকের বাজার: এমএম/ ১ সেপ্টেম্বর ২০১৭