রাশিয়ার সুপ্রিম কোর্ট বিরোধী রাশিয়া অব দ্য ফিউচার পলিটিক্যাল পার্টি বিলুপ্ত করেছে।
ব্লগার আলেক্সাই নাভালনি এটি প্রতিষ্ঠা করেন। বার্তা সংস্থা তাস সোমবার এ কথা জানিয়েছে।
কোর্ট থেকে বলা হয়, বিচার মন্ত্রণালয়ের অনুরোধে সন্তুষ্ট হয়ে রাশিয়া অব দ্য ফিউচার পলিটিক্যাল পার্টি বিলুপ্ত করা হয়েছে।
এক বছর আগে বিচার মন্ত্রণালয় এই দলটিকে রেজিষ্ট্রিভুক্ত করতে অস্বীকৃতি জানায়। অন্য একটি রাজনৈতিক সংস্থা ইতোমধ্যে নামটি ব্যবহার করছে – মন্ত্রনালয় এই যুক্তি দেখিয়েছে।