রাশিয়া আনুষ্ঠানিকভাবে কারারুদ্ধ ক্রেমলিন সমালোচক অ্যালেক্স নাভালনির সংস্থাসমূহকে নিষিদ্ধ করেছে।
বিরোধীরা বলছে, সংসদীয় নির্বাচনের আগে কর্তৃপক্ষ বিরুদ্ধ মত দমনের চেষ্টা করছে।
জুন মাসে রাশিয়া নাভালনির সংস্থাসমূহকে চরমপন্থী ঘোষণা দেয় এবং তার মিত্রদের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বাধার সৃষ্টি করে।
রাশিয়ার বিচার মন্ত্রণালয় শুক্রবার নাভালনির সাথে যুক্ত দূুর্নীতি বিরোধী ফান্ডসহ তিনটি সংস্থার নাম নিষিদ্ধ ঘোষিত সংস্থাসমূহের তালিকায় প্রকাশ করে।
নাভালনির আঞ্চলিক কার্যালয়সমূহ এবং ফাউন্ডেশন ফর প্রটেকশন অব সিটিজেন্স রাইটসর নিষিদ্ধ করা হয়েছে।
দুর্নীত বিরোধী ফান্ড টুইটারে বলেছে, ঠিকাছে, আমাদের নিষিদ্ধ সংগঠনের তালিকায় রাখা হয়েছে। কিন্তু তারাতো এর আগেও আমাদের লক্ষবার নিষিদ্ধ করেছে।
নাভালনির সিনিয়র সহযোগিরা রাশিয়ার পরিবর্তনে এবং দুর্নীতি থেকে দেশটিকে মুক্ত করতে তাদের কাজ চালিয়ে চাওয়ার অঙ্গীকার করেছে। তারা সমর্থকদের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছে।
এদিকে গত মাসে কারাগারে থাকা নাভালনি সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে এগিয়ে যেতে এবং ক্ষমতাসীন দলের সদস্যদের ভোটের মাধ্যমে ক্ষমতাহীন করে শাস্তি দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।