দেশের সব সমুদ্রবন্দর থেকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আজ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
এদিকে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে বিদায় নিয়েছে।
অন্যদিকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না।