করোনাভাইরাস-এর সংক্রমণ রোধে মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়তে সোমবার সবাইকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয় একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।
এতে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লোকজনকে শুক্রবার জুমার নামাজ পড়ার বদলে বাসায় জোহর আদায় করতে বলা হয়েছে।
সেই সাথে অন্যান্য ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানে জড়ো না হয়ে বরং বাসায় প্রার্থনা করতে তাগিদ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে মসজিদে খতিব, ইমাম, খাদেম ও মুয়াজ্জিনসহ সর্বোচ্চ পাঁচজন নামাজের জামায়াত করতে পারবেন। আর শুক্রবার জুমার নামাজে যোগ দিতে পারবেন সর্বোচ্চ ১০ জন। তবে বাইরের কেউ মসজিদের ভেতর প্রবেশ করতে পারবেন না।
ওয়াজ মাহফিল, মিলাদ, তফসির ও তাবলিগের মতো কোনো ধর্মীয় জমায়েত করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে, করোনাভাইরাসে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। সোমবার নতুন তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার। এছাড়া, দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২৩ জন। তাদের মধ্যে ৩৫ ব্যক্তি গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন। সূত্র - ইউএনবি
আজকের বাজার / এ.এ