নামে নয়, ছবি দেখে কোহলিকে চিনলেন রোনালদো

নামে নয়, ছবি দেখে ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলিকে চিনলেন কিংবদন্তি ফুটবলার ব্রাজিলের রোনালদো।
কোহলি কে? এমন প্রশ্ন রোনালদোকে ছুঁড়ে দিয়েছিলেন ইউটিউবার স্পিড। নাম শুনে কোহলিকে চিনতে পারেনি ২০০২ সালে ফুটবল  বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদো। কিন্তু ইউটিউবার স্পিড যখন কোহলির ছবি দেখান, তখন ভারতের ক্রিকেট তারকাকে চিনতে পারেন রোনালদো।

কোহলিকে নিয়ে ইউটিউবার স্পিড ও রোনালদোর আলোচনার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তাদের কথোপকথন এমন ছিল-
স্পিড : আপনি কি বিরাট কোহলিকে চিনেন?
রোনালদো : কে?
স্পিড : বিরাট কোহলি, ভারতে থাকে।
রোনালদো : না।
স্পিড : আপনি বিরাট কোহলিকে চিনেন না।
রোনালদো : সে কি খেলোয়াড়?
স্পিড : সে একজন ক্রিকেট খেলোয়াড়।
রোনালদো : এখানে সে খুব জনপ্রিয় না।
স্পিড : হ্যাঁ, হ্যাঁ। সে সেরা। আপনি এই ছেলেটিকে কখনও দেখনি? (মোবাইল থেকে কোহলির ছবির বের করে রোনাল্ডোকে দেখান স্পিড।)
রোনালদো : হ্যাঁ হ্যাঁ।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেটদের একজন কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাথলেটদের মধ্যে অনুসারীর সংখ্যায় চতুর্থ স্থানে আছেন ভারতের কিং কোহলি। ইনস্টাগ্রামে এখন কোহলির অনুসারীর সংখ্যা ২৬ কোটি ৫০ লাখ।

২০১৪ সালে এক অনুষ্ঠানে ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে চিনেন না বলে জানিয়েছিলেন রাশিয়ার হার্টথ্রব টেনিস তারকা মারিয়া শারাপোভা। (বাসস)