অবশেষে মুক্তির ছাড়পত্র পেল 'পদ্মাবতী'। তবে ছবির নাম বদল ও কয়েকটি দৃশ্য বাদের শর্তে সঞ্জয় লীলা বানশালীর ছবিকে ইউএ প্রশংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিল সেন্সর বোর্ড। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জি নিউজ পত্রিকা।
সম্ভবত ছবিটির নাম হতে পারে 'পদ্মাবত'। ছবিতে সতী প্রথাকে সমর্থন জানানো হচ্ছে না বলেও জানাতে হবে। পাশাপাশি ঘুমর গানেও কিছু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত মানার পরই মুক্তিতে আর কোনও বাধা থাকবে না।
২৮ ডিসেম্বর বৈঠকে বসে কেন্দ্রীয় ফিল্ম প্রশংসায়ন বোর্ডের কমিটি। তবে ছবিটির নাম বদলে যেতে চলেছে। সিবিএফসি জানিয়েছে, ছবির নির্মাতা ও সমাজের কথা ভেবে কয়েকটি পরিবর্তনের কথা বলা হয়েছে। সিবিএফসি’র বিশেষ প্যানেলে ছিলেন উদয়পুরের অরবিন্দ সিং, ডাক্তার চন্দ্ররমণি সিং ও জয়পুরের অধ্যাপক কেকে সিং।
আজকের বাজার: সালি ৩০ ডিসেম্বর ২০১৭