নারায়ণগঞ্জের রুপগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

জেলার রূপগঞ্জের পূর্বাচলে আজ সকালে  তিনশ’ ফুট সড়কে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েনে বলে জানিয়েছেন পুলিশ৷ এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন৷

আজ সকাল দশটার দিকে ৩০০ ফিট সড়কের ভূঁইয়াবাড়ির ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন৷
হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ৷

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, একটি যাত্রীবাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ: ১২-৪৭৬২) উপজেলার কাঞ্চন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সড়কে চলমান অবস্থায় চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে পাশের লেনে গিয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে আসা অপর একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ ৪৩-৮৩৬৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়৷

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহত সাতজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা আবির হোসেন বলেন, হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷ আহত আরও চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। (বাসস)