নারায়ণগেঞ্জ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি’র) সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার ভোর রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট, ও দুটি ল্যাপটব উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো আনিছুর রহমান ওরফে আজাদ ওরফে সাইফ আল আজাদ (২৫) মাওলানা মুফতি আতিক উল্লাহ ওরফে আবু ইসমাইল ওরফে মানজুম আতিক (২৯)।
এরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য ও দাওয়াতী শাখার সমন্বয়কারী। তারা জেএমবির আধ্যাত্মিক নেতা আতিকুল্লাহর মাধ্যমে জেএমবিতে যোগদান করেন। পরে ফেসবুকে গ্রুপ আইডি খুলে অনলাইনে নারায়ণগঞ্জসহ দেশেরে বিভিন্ন অঞ্চলে জেএমবির সদস্যদের সাথে যোগাযোগ এবং জিহাদিবিষয়ক কার্যক্রম পরিচালনা করতেন।
আজকের বাজার/লুৎফর রহমান