নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: দগ্ধ আরও ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও দুজন রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছেন।

এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পালের তথ্য অনুযায়ী, নতুন মৃত দুজন হলেন আবুল বাশার মোল্লা (৫১) ও মনির ফরাজি (৩০)।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় এশার নামাজের সময় বায়তুস সালাম মসজিদে বিস্ফোরণে প্রায় ৪০ মুসল্লি আহত হন। তাদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মোট ২৬ জনের মৃত্যু হলো।

নিহত বাকিরা হলেন জুলহাস (৩৫), শামীম (৪৫), মো. আলী মাস্টার (৫৫), মসজিদের মুয়াজ্জিন মো. দেলোয়ার (৪৮), জুয়েল (৭), মো. জামাল (৪০), সাব্বির (১৮), জুবায়ের (১৮), হুমায়ুন কবীর (৭০), কুদ্দুস বেপারী (৭০), মো. ইব্রাহিম (৪২), মোস্তফা কামাল (৩৪), রিফাত (১৮), জুনায়েত (২৮), মো. রাসেল (৩০), মাইনুদ্দিন (১২), জয়নাল (৫০), কাঞ্চন হাওলাদার (৫০), নয়ন (২৭), রাসেল (৩৪) ও বাহাউদ্দিন (৫৫)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।