সিদ্ধিরগঞ্জ উপজেলার সিয়াইখোয়ায় বৃহস্পতিবার সকালে এক নারী ও তার দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- সুমন মিয়ার স্ত্রী নাসরিন (২৮) এবং তাদের মেয়ে নুসরাত (৬) ও খাদিজা (২)।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, ওই এলাকায় একটি সাত তলা ভবনের চতুর্থ তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে সুমন মিয়া খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
আহত আরেকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ