নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তিতে সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭২ টি খুপরি ঘর পুড়ে ছাই হয়েছে।
ফতুল্লাহ থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের জানান, বস্তি এলাকায় আগুন লাগার খবর পেয়ে সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না বলেও জানান ওই কর্মকর্তা।
আজকের বাজার/এমএইচ