নারায়ণগঞ্জে গ্যাস পাইপ লাইন বিস্ফোরণে দগ্ধ হওয়া গৃহবধূ ফরিদা বেগম(২৫)বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক)মারা গেছেন। তিনি সদর উপজেলার ফতুল্লা এলাকার কায়েমপুরের শরীফ মিয়ার স্ত্রী। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, বুধবার রাতে ফরিদা ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ফরিদার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত মঙ্গলবার শরীফ(৩০)এবং তার স্ত্রী গ্যাস পাইপ লাইনের বিস্ফোরণে আহত হন। তাদেরকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয় এবং পরে ঢামেকের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। গ্যাসের পাইপ লাইনে ফুটো হওয়ার কারণে এই বিস্ফোরণটি ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আথনূর রহমান