নারায়ণগঞ্জে অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত

Narayanganj

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রূপালী আবাসিক এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. লিমন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. লিমন ওই এলাকার সোহেলের ছেলে। সে সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। এ ঘটনায় মামলা হয়েছে। চালক বাদশা মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ

জানা গেছে, লিমন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় অটোরিকশাটি বেপরোয়া গতিতে খেয়াঘাটের দিকে যাওয়ার পথে তাকে চাপা দেয়। আহত শিশুটিকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের বাজার/একেএ