নারায়ণগঞ্জে অটোরিকশা চালক খুন

নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাব্বি মিয়া নামে এক অটোরিকশা চালক খুন হয়েছে।

সোমবার দিবারাত সাড়ে ১২টায় জেলার ফতুল্লার কাশিপুর আদম বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি মিয়া (১৮) ওই এলাকার নাসির হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই শাফিউল আলম জানান, দিবারাত সাড়ে ১২টায় বাড়ির কাছে বেটারিচালিত অটোরিকশা চালক রাব্বি মিয়াকে অজ্ঞাত দুই যুবক পিঠে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

এ সময় আশপাশের লোকজন ছুটে এসে রাব্বি মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ সেখানেই রাখা হয়েছে।

এ বিষয়ে আরো খোঁজ খবর নেয়া হচ্ছে এবং খুনিদের শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

আরএম/