বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি নারায়ণগঞ্জের বাণিজ্যিক সম্ভাবনার কথা বিবেচনা করে নগরীতে অর্থনৈতিক কর্মকান্ড জোরদারে সহায়তা দেয়ার আগ্রহ দেখিয়েছেন। ঢাকাস্থ জাপানী দূতাবাস ইস্যুকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জের আদমজি ইপিজেড এ মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে বৈঠককালে রাষ্ট্রদূত এ কথা বলেন।
রাষ্ট্রদূত আদমজি ইপিজেড এ জাপানী কোম্পানী পরিচালিত কয়েকটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশে টোকিও’র আরও বিনিয়োগের ব্যাপারে আলোচনা করেন। বর্তমানে, ইপিজেড এ মারুহিসা প্যাসিফিক, টিএস টেক বাংলাদেশ, ইয়োকোহামা লেবেলস অ্যান্ড প্রিন্টিং (বিডি), সাইতো নেন্সি বাংলাদেশ ও ইউএইচএন নামের পাঁচটি জাপানী কোম্পানি রয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আথনূর রহমান