নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলের মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভি।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইভিকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন দেয়ার ক্ষেত্রে জনমত জরিপকে অগ্রাধিকার দেয়া হবে।
সভায় আরো সিদ্ধান্ত হয় যে, জেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় সমর্থন চেয়ে আবেদন করেছেন, তাদের মধ্য থেকে দলীয় সমর্থন প্রদানের ক্ষেত্রে জনমত জরিপকে অগ্রাধিকার দেয়া হবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি জেলা থেকে ১৫টি ওয়ার্ডে ১৫ জন এবং সংরক্ষিত ৫ জন মহিলা সদস্যের নাম সুপারিশ করে আগামী ৭ দিনের মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়।
সুত্র: বাসস