বাড়ির মালিকসহ একই পরিবারের ৯ জনকে দাওয়াত খাইয়ে অচেতন করে মালামাল লুট করে পালিয়েছে ভাড়াটে। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লায়।
বুধবার, ৪ এপ্রিল সকালে অচেতন ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ফতুল্লার বেলপাড়া আলী আহাম্মদের ৪ তলা বাড়ির চতুর্থ তলার ভাড়াটে বাড়ির মালিক আলী আহম্মদসহ তার পরিবারের ৯ সদস্যকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এরপর আজ সকাল ৯টায় সবাইকে অচেতন অবস্থায় প্রতিবেশী তোফায়েল ও মতিন হাসপাতালে এনে ভর্তি করেন।
তবে লুট হওয়া মালামালের পরিমান এবং ভাড়াটিয়া সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।
উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঘটনাটির বিষয়ে ফতুল্লা থানাকে জানানো হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
রাজিবী/আরএম/