জেলার নিতাইগঞ্জে আজ সকালে একটি ককশীটের স্তুপে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন নেভাতে ফায়ার ব্রিগেডের আটটি ইউনিট কাজ করছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল হক জানান, সকাল দশটা দশ মিনিটে আগুন লাগে। সাবেক সিটি কমিশনার রফিকুল ইসলামের বাড়ির সামনে খোলা মাঠে ককশীট, ফোম, তেল স্তুপ করে রেখে আমিনুল ইসলাম লিপু নামের এক ব্যক্তি ব্যবসা করে।
সকালে গোডাউনের পাশে কেউ গাঁজা সেবন করছিলো। সেখান থেকে আগুন লেগেছে বলে তার ধারণা করা হচ্ছে । আগুন দাউ দাউ করে কয়েক তলা উঁচু হয়ে জ্বলতে থাকে।
নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট এসে আগুন নেভানো শুরু করে। পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে অসুবিধা হয়। তবে বেলা পৌনে বারোটায় এ রিপোর্ট লেখার সময় আগুনের তীব্রতা কমে এসেছে।