জেলার ফতুল্লা উপজেলায় আজ সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে কাভার্ডভ্যানের ধাক্কায় সেন্টু মিয়া (৪৫) নামের এক পথচারি নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের নমপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেন্টু মিয়া নারায়ণগঞ্জ সদর উপজেলার দাপা ইদ্রাকপুরের ব্যাঙ্ক কলোনি এলাকার তারা মিয়ার পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সেন্টু মিয়া লিংক রোডের পাশে ফতুল্লার রামারবাগের একটি খামারে কাজ করতেন। রোববার সকালে তিনি খামারের জন্য ঘাস কাটতে বের হন এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের নমপার্ক এলাকার সামনে দিয়ে রাস্তা পার হবার সময় নারায়ণগঞ্জমুখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৮-৯২৪৩) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ গাড়িটি আটক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান