নারায়ণগঞ্জে কয়েলের আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ

মশার কয়েল থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লায়।

বৃহস্পতিবার ভোরে পূর্ব সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সাহাদাত হোসেন সাবু (২৮), স্ত্রী রূপালী (২২) ও ছেলে রিফাত (০২)। সাহাদাত হোসেন শুপারি ব্যবসায়ী। তারা ফতুল্লার পূর্ব সস্তাপুর এলাকার রাজন পাটোয়ারী বাড়ির ভাড়াটিয়া। তাদের বাড়ি লালমনিরহাটের তালীগঞ্জ থানার রুদ্রেশ্বর গ্রামে।

সাহাদাত হোসেন সাবুর ভাগিনা আরিফুল ইসলাম বাবু জানান, ভোরে মশার কয়েল থেকে চাচার ঘরে আগুন লাগে। এ সময় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢামেকের চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে শাহাদাত হোসেনের শরীরের ৫৫ শতাংশ, রূপালীর ২০ শতাংশ ও রিফাতের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএম/