নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে গর্তের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২ জুন) বিকেল ৪টায় ইউনিয়নের ইদবারদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম জুবায়ের (৪)। তার বাবার নাম বাবুল।
শিশুটির বাবা বাবুল জানান, তারা বাড়ির সামনেই কিছুদিন আগে মাটি কেটে একটি গর্ত করেছিল। সেই গর্তেই পড়ে সে আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তারগণ তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূইয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ