নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তার পাশ থেকে চারটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব লাশের কোনো পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হক জানান, স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় এসব লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।
এদিকে ঘটনাস্থল থেকে গুলিভর্তি দুটি পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন।
আজকের বাজার/এমএইচ