নারায়ণগঞ্জে গৃহবধূকে হত্যা

নারায়ণগঞ্জে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী রফিকুল পলাতক রয়েছেন।

নিহতের নাম রাজিয়া ইসলাম।

সোমবার দুপুরে সদর উপজেলার ফতুল্লায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, অল্প কিছুদিন ধরে তুষারধারা এলাকায় স্ত্রী রাজিয়াকে নিয়ে ভাড়া থাকতেন রিকশাচালক রফিকুল ইসলাম। আজ দুপুরে তাদের ঘরের মেঝেতে রাজিয়ার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন প্রতিবেশীরা।

নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রাজু মন্ডল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

আজকের বাজার/একেএ