নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু সাফায়ানের পর মারা গেছেন মা ফাতেমাও। সোমবার সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান তিনি।
এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে পাঁচ বছরের সাফায়ান মারা যায়।
গত শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় গিরিধারা আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা সন্তানসহ একই পরিবারের চারজন দগ্ধ হন।
ফাতেমার ১১ বছরের ছেলে রাফি ও ৯ বছরের মেয়ে ফারিয়া এখনও দগ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলে।
আজকের বাজার/এমএইচ