নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ আটজনের মধ্য থেকে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো পাঁচ জনে।
নিহতরা হলেন, কিরণ মিয়ার ছোট ভাই হিরণ মিয়া ও কিরণের ছেলে আপন।
মঙ্গলবার সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরণ, এর আগে মধ্যরাতে মারা যায় আপন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। এর আগে আপনের দাদি নুরজাহান, পরে তার বাবা কিরণ ও আপনের বড় ভাই আবুল হোসেন মারা যান।
এর আগে ১৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লার সাহেবপাড়া এলাকায় পাঁচতলা ফ্ল্যাট বাড়ির নিচতলায় গ্যাসের চুলার আগুনে অগ্নিদগ্ধ হয় একই পরিবারের আটজন। আগুনে ওই বাড়ির আসবাবসহ সব মালামাল পুড়ে যায়। প্রাণে বেঁচে যায় ১৩ মাস বয়সী ইকরা মনিসহ কিরণ মিয়ার স্ত্রী লিপি আক্তার। আশপাশের লোকজন দগ্ধ আটজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দগ্ধ ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী জানান, ওই এলাকায় দিনের বেলায় গ্যাস থাকে না। গভীর রাতে গ্যাস আসে। এ কারণে অনেকে গ্যাস আসার অপেক্ষায় চুলার চাবি অন করে রাখেন। ওই দিন রাতে তারা গ্যাসের চাবি অন করে রাখলে পুরো ঘরে গ্যাস জমে যায়। সকালে রান্না করার জন্য চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে আগুন লাগে।
আজকের বাজার/এমএইচ