নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় বুধবার সকালে একটি টায়ার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, সকাল সাড়ে ৮টায় কারখানাটি আগুন লাগে। এরপর দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে।
পুলিশের ধারণা, কারখানাটির পাশেই একটি কেমিকেল গোডাউন রয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
ফায়ার সার্ভিসের জেলা কন্ট্রোল রুম থেকে বলা হয়, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। পরে এ বিষয়ে জানানো হবে।
আজকের বাজার/এইএইচ