নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

Narayanganj

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ জুলাই) গভীর রাতে ইউনিয়নের মরদাসাদী বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, রূপগঞ্জ উপজেলার গুতিয়াব গ্রামের নাসিরুদ্দীনের ছেলে হুমায়ুন (২৫), আড়াইহাজার উপজেলার জালাকান্দি গ্রামের আজিজের ছেলে সাইফুল ইসলাম (৩৫), বগাদী বাইন্যাপাড়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে মো. জনি মিয়া (২৮) এবং নরসিংদীর উত্তর বাড়ালিয়া গ্রামের আবু তৈয়বের ছেলে মজিবুল্লাহ (২২)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত ২টি ছোরা, একটি তালা কাটার কাজে ব্যবহৃত কাটার, একটি লোহার কাউয়াল উদ্ধার করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, রাত ১১টার দিকে টহল পুলিশের কাছে মোবাইল ফোনে সংবাদ আসে মরদাসাদী বটতলা নামক স্থানে ২০/২৫ জনের একদল সশস্ত্র ডাকাত ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এ সংবাদে পুলিশের একটি দল এলাকাবাসীর সহযোগিতায় ডাকাত দলকে চার দিক থেকে ঘেরাও করে ফেলে। অভিযানে ৪ জন ডাকাত পুলিশ ও জনতার হাতে আটক হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে আড়াইহাজার থানায় তাদের নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানান ওসি এম এ হক।

বৃহস্পতিবার (১২ জুলাই) এদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাজার/একেএ