নারায়ণগঞ্জে নদীতে ভাসমান মরদেহ উদ্ধার

Narayanganj

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকার মসজিদঘাটে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

তবে উদ্ধারকৃত মরদেহটির নাম পরিচয় পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদশর্ক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, সকালে পিতলগঞ্জ এলাকায় শীতলক্ষ্য নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।

পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

মরহেদটি ময়নাতদন্তের নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ