নারায়ণগঞ্জে পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

Narayanganj

জেলার সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে পিস্তল ও ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার আনোয়ার হোসেন কুট্টি (৩৬) একজন মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সোমবার সিদ্ধিরগঞ্জ থানার কোনাপাড়া রেললাইন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আনোয়ারকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য মতে সোনারগাঁর নানাকি গ্রামে তার গোপন বাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ ইয়াবা ও দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আনোয়ারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একটি খুন ও আটটি মাদক মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।