নারায়ণগঞ্জের আড়াইহাজারের রামচন্দ্রদী এলাকায় একটি প্রাইভেটকারসহ ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ মে) প্রাইবেটকারসহ ওই গাঁজা উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি এমএ হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১১ টার দিকে ব্রাঞ্চারামপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-২৪২৩) বিশনন্দী ফেরীঘাট পার হয়ে আড়াইহাজার এলাকার প্রবেশ করে। গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম প্রাইভেটকারটির পিছু নেয়।
তিনি আরও জানান, এ সময় পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেটকারটি ফেলে চালক ও ভেতরে থাকা অজ্ঞাতরা পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে প্রাইভেটকার থেকে দশ কেজির তিনটি বস্তা থেকে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।