নারায়ণগঞ্জের সোনরাগাঁও উপজেলায় প্রাইভেটকার খাদে পড়ে চার যাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বস্তল এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আড়াইহাজার উপজেলার মারুয়াদী ইউনিয়নের বড় ফাওসাদি গ্রামের হাবু মিয়ার ছেলে রিপন (৩২), মিজানুর রহমানের ছেলে মোমেন (৩৭), কাজেম আলীর ছেলে শহীদুল্লাহ (৪৫) এবং জহুর আলীর ছেলে রাজু মিয়া (৩৮)।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম জানান, ঘন কুয়াশা কারণে চালক নিয়ন্ত্রণ হারালে ঢাকামুখী প্রাইভেট কারটি রাস্তার পাশে থাকা একটি খাদে গিয়ে পড়ে।
এসময় ঘটনাস্থলেই ওই প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয় বলে জানান ওসি মোরশেদ।
আজকের বাজার/এমএইচ