নারায়ণগঞ্জে ‘বন্ধুকযুদ্ধে’ যুবক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে মাকসুদুল ইসলাম লিখন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় তিন জন পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ লিখন সদর উপজেলার পাগলা নুরবাগ মসজিদ এলাকার তোতা মিয়ার ছেলে।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার ফতুল্লার পাগলা নিশ্চন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে পাগলা নিশ্চন্তপুর এলাকায় অভিযান চালায় পুলিশএ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৫-৬ জনের একদল সন্ত্রাসীআত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়েএতে সন্ত্রাসী লিখন গুলিবিদ্ধ হনপরে তাকে ধরতে গেলে ধস্তাধস্তিতে উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুর সাফিউল আলম, সহকারী উপ পরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম ও কনস্টেবল রোকনুজ্জামান ওরফে রোমান আহত হনতখন লিখনের অন্য সঙ্গীরা পালিয়ে যায়গুলিবিদ্ধ লিখনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে

ওসি মঞ্জুর কাদের আরও জানান, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি দেশি রিভলবার এবং ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়

পুলিশ সূত্রে জানা যায়, লিখনের বিরুদ্ধে ফতুল্লা ও কদমতলীসহ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে

একেএ/আরএম