নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক শ্যামস ফিলিং স্টেশনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আব্দুল মান্নান (৫২)। তিনি কুমিল্লা জেলার বড়ুড়া থানার কিশানপুর এলাকার সৈয়দ আলীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকামুখী একটি মাইক্রোবাসযোগে কয়েকজন এসে মরদেহটি ফেলে চলে যায়। মরদেহের চোখ স্কসটেপ দ্বারা মোড়ানো এবং চোখে কালো রঙের সানগ্লাস পরানো ছিল।
এছাড়াও ওই মরদেহের পাশ থেকে একটি কালো রঙের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
ব্যাগ তল্লাশি করে তার নাম আব্দুল মান্নান বলে জানা যায়।
আজকের বাজার/একেএ