নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে।
মৃত ফরিদ (৫৫) ময়মনসিংহের ত্রিশালের আব্দুর রহমানের ছেলে। এর আগে ভোর ৫টার দিকে আবদুল আজিজ (৪০) নামে আরেকজনের মৃত্যু হয় বলে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান।
গত ৪ সেপ্টেম্বর রাতে ফতুল্লায় এশার নামাজের সময় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণে প্রায় ৪০ মুসল্লি আহত হন। তাদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান