নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা জেমস ক্লাব এলাকার বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরনের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শনিবার সকাল থেকেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাদিজা তাহেরা ববিকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা পাঁচ কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দেবেন বলেও জানান তিনি।
কমিটির অন্য সদস্যরা হলেন, নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ডিপিডিসি’র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (পূর্ব) গোলাম মোর্শেদ, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর নারায়ণগঞ্জ জোনের ম্যানেজার মফিজুল ইসলাম।
শনিবার সকালেই তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি নাশকতার কোনো ঘটনা কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে জেলা প্রশাসক জানান, আমরা ঘটনাস্থল ঘুরে এসেছি। তথ্য সংগ্রহ করা হয়েছে। এখনো এ ব্যাপারে মন্তব্য করার সময় আসেনি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান