স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারায়ণগঞ্জ শহরে মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। স্পিকার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের তল্লায় একটি মসজিদে এশার নামাজের সময় এসি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে প্রায় সবাই কম বেশী দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত প্রায় ১১ জন মৃত্যুবরণ করেছেন। নারায়ণগঞ্জ শহরে মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান