নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীর দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডিব্লিউটিএ।
মঙ্গলবার (২৯ মে) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফতুল্লার পাগলা মুন্সিখোলায় নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিআইডিব্লিউটিএর নিবার্হী ম্যাজিষ্ট্রেট জানান, অভিযানের প্রথম দিনে প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দুইজনকে আটক করা হয়।
এছাড়া নদীর জায়গায় রাখা কয়েকশ টন পাথর ও বালু প্রায় ৮ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।
ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
আজকের বাজার/একেএ