নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় অগ্নিকান্ডে শিশুসহ একই পরিবারের আট জন দগ্ধ হয়েছে।এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।দগ্ধ আটজন হলো-নুরজাহান(৬০), কিরণ(৪৩)হীরণ(২৫)ও হীরনের স্ত্রী মুক্তা(২০)হীরনের মেয়ে লিমা(৩), আবুল হোসেন(২২),কাওসার(১৬)এবংআপন(১০)। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আনুমানিক ভোর পাঁচটার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বাসার চার কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। পরে, এলাকাবাসী এগিয়ে এসে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ(ঢামেক)হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।
আদমজী ইপিজেটের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.শাহজাহান জানান,ওই বাসায় গ্যাসের চুলা সারারাত চালু থাকায় চারটি কক্ষে গ্যাস জমে ছিল।সকালে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে।ফলে একই পরিবারের শিশুসহ আটজন দগ্ধ হন। বাসস’র ঢামেক সংবাদদাতা জানান, অগ্নিদগ্ধদের মধ্যে নূরজাহান, হীরণ এবং আবুল হোসেনকে সংকটাবস্থায় আইসিইউতে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১ টায় নূরজাহান মারা যান। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,অগ্নিদগ্ধদের শরীরের বিভিন্ন স্থান আগুনে ঝলসে গেছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান