নারায়ণগঞ্জের আলীরটেক এলাকার শিশু খাদিজাকে (১০) ধর্ষণের পর হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১১ জুন) বেলা পৌনে ১২টায় নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জুয়েল রানা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সুজন, আলামিন, আবুল কালাম ও শাহাদাত।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি রকিবউদ্দিন বলেন, শিশু খাদিজাকে ধর্ষণের পর হত্যা মামলার ১৫ বছর পর চার আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় আলীরটেক এলাকায় শিশু খাদিজাকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি সরিষাক্ষেতে ধর্ষণের পর হত্যা করেন ওই আসামিরা। পর দিন সকালে মরদেহ খুঁজে পায় খাদিজার স্বজনরা। খাদিজা ফতুল্লার আলীরটেক এলাকার আলী আকবরের মেয়ে।
আজকের বাজার/একেএ