নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১১ জুন) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন।
মামলার বাদী নিহত শিশু খাদিজার ভাই আনসার আলী জানান, তাঁদের বাড়ি সদর থানার আলীরটেক এলাকায়। ২০০৩ সালের ১ জানুয়ারি তাঁর ছোট বোন খাদিজা নিখোঁজ হওয়ার একদিন পর সরিষা ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন একই গ্রামের চার বন্ধু সুমন, আলী আকবর, আবুল কালাম ও শাহাদাতের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করা হয়। আসামিরা ওই দিন থেকেই পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, মামলায় ১৭ আসামির মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে শিশু খাদিজাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।
আরজেড/